BLANTERVIO103

ইসকনের ভন্ডামির প্রকাশ ২

ইসকনের ভন্ডামির প্রকাশ ২
Monday, February 10, 2020

চট্টগ্রামে চলছে  ২০ তম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। সেখানে এসেছেন দেশ বিদেশ থেকে প্রচুর সাধু সন্ন্যাসী।
আজ এরই মধ্যে নরওয়ে থেকে এসেছিলেন এক ইস্কনী পথভ্রষ্ঠ পাপী। সেখানেই গুরুপূজার সময় কৃষ্ণ কীর্তনের সময় শাস্ত্র বাদানুবাদে জড়িয়ে যান পূরী সম্প্রদায়ের স্বয়ং ঋষি অশোকানন্দ পূরীর সাথে।
বাছাধন আর যায় কই। দুপুর থেকে বিকাল পর্জন্ত চলা এই শাস্ত্র তর্কে কুপোকাত হয় সেই ইস্কনী ফ্রবু। মাঝখানে বরাবরের মতন কিছু চ্যাংড়া ছেলেপেলের প্রতিবাদ শুরু হয় । কারণ ইস্কনকে নিয়ে কিছু বললেই বর্তমান পথভ্রষ্ঠ শাস্ত্র না জানা কিছু মুর্খের আগমন হয় যারা স্বাভাবিকভাবেই নিজেদের মূর্খতার প্রমাণ দিতে থাকে। সেখানেও তাই হচ্ছিল। কিনা উনাদের ইস্কনের ফ্রবুরা কিছু মনে করে বসেন তাই ইনারা নিজেদের গায়ের জোর দেখাতে লাগে। কিন্তু পূরী সম্প্রদায়ের অন্যতম আরেক সাধু ঋষি অনঘানন্দ পূরীর কারণে সেই শাস্ত্র যুদ্ধ চলতে থাকে।
যতদূর জানি এই ইস্কনী সেখানে এখনও আছেন। পেজে যারা ম্যাতকার করে যাচ্ছেন তাঁদের বলছি পারলে সেখানে গিয়ে আপনাদের সাধের ইস্কনী ফ্রবুকে বাচান।

এভাবেই যদি প্রতিটা সম্প্রদায় ইস্কনের বিরুদ্ধে গর্জে উঠে তাহলে আগামী ৫০ বছরের মাঝেই ইস্কন বিলুপ্ত হতে বাধ্য।
হর হর মহাদেব !
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

7599550894000336510