BLANTERVIO103

নিজেদের মহানুভবতার প্রমাণ দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে একদল মানুষ।

নিজেদের মহানুভবতার প্রমাণ দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে একদল মানুষ।
Wednesday, April 28, 2021




ফেসবুক স্ক্রোলিং করতে করতে হঠাৎ একটি ভিডিও এসে হাজির হল। থাম্বনেলে লেখা, "যে মসজিদে আগুন ধরানো হয়েছিল, সে মসজিদ'ই এখন করোনা রোগীদের জন্য হাসপাতাল!" 


ছবিটা বেশ চেনাচেনা লাগছিল। মনে হচ্ছিল, অনেক আগে কোথায় যেন দেখেছিলাম। সন্দেহ হতে গুগলে ইমেজ সার্চ দিলাম। যা ভেবেছি ঠিক তাই! এটা তো এক বছর আগের ছবি। তাও আবার টাইমস অব ইন্ডিয়ার নিউজ। ভুল হওয়ার সম্ভাবনা নেই। 


ভিডিওটা ভালভাবে দেখলাম, শুনলাম। মিষ্টি মিষ্টি ভাষায় হিন্দু সম্প্রদায়কে ভিলেন বানিয়ে, মুসলমানদের হিরো বানানোর চমৎকার গল্প ফাঁদা হয়েছে। মিষ্টি গলায় সুক্ষ্মভাবে কিভাবে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো হয় দেখলাম। এরা এভাবেই প্রতিনিয়ত মিথ্যার আশ্রয় নিয়ে হিন্দুদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। 


যে পেজ থেকে ভিডিওটা আপলোড করা হয়েছে তার নাম 'Faporbaz'। পেজে ঢুকে তাজ্জব হয়ে গেলাম! ৪.৭ মিলিয়ন ফলোয়ার পেজটিতে। মানে প্রায় ৫০ লক্ষ মানুষ পেজটিকে ফলো করে। এদের একই নামে ইউটিউব চ্যানেলও রয়েছে। ৫ ঘন্টায় ভিডিওটি দেখেছে প্রায় ৫ লাখ মানুষ। সময় যত গড়াবে, মিলিয়ন মিলিয়ন মানুষ ভিডিওটি দেখবে। তাদের কাছে মিথ্যা খবর গিয়ে পৌঁছোবে। শুধু মিথ্যে নয়, তার সঙ্গে হিন্দুদের প্রতি বিদ্বেষ সৃষ্টির সুক্ষ্ম এলিমেন্ট রয়েছে যথেষ্টই। 


পরে এই ছবিটি নিয়ে আরও কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে দেখি আরও ভয়াবহ অবস্থা! এই পুরোনো ছবিটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সম্প্রতি। প্রচার করা হচ্ছে, এটি নাকি দিল্লির মসজিদ। যেটাকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। যেখানে হিন্দু-মুসলমান নির্বিশেষে চিকিৎসা পাচ্ছেন। আর রোগী দেখছেন মুসলমান ডাক্তাররা, সেবা করছেন মসজিদের তত্ত্বাবধানে থাকা মুসল্লিরা! এখানেই শেষ নয়, বলা হচ্ছে এই মসজিদে গত বছর হিন্দুরা আগুন লাগিয়ে দিয়েছিল! আজ সেই মসজিদেই চিকিৎসা সেবা পাচ্ছে হিন্দুরা। দেখ মুসলমানদের মহানুভবতা!


নিজেদের মহানুভবতার প্রমাণ দিতে মিথ্যার আশ্রয় নিচ্ছে, সেটাও না হয় মেনে নেওয়া গেল। কিন্তু তার সঙ্গে অহেতুক হিন্দুদের বদনাম করে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি দিলে তা কিভাবে মেনে নেওয়া যেতে পারে বলুন? 


এই ছবি ২০২০ সালের ২৯ শে এপ্রিলের। পুনে ক্যান্টনমেন্টের আজম ক্যাম্পাস মসজিদ। যেখানে গতবছর মুসলমানদের জন্য কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হয়। হ্যাঁ শুধুমাত্র মুসলমানরায় গতবছর ওই মসজিদে জায়গা পেয়েছিল। 


[ সূত্রঃ https://m.timesofindia.com/city/pune/maharashtra-mumbai-see-worst-1-day-tolls-on-50th-day-after-first-case/amp_articleshow/75443508.cms ]


মিথ্যা তথ্যটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। তারা একে সত্য বলেই মেনে নিয়েছে। কিন্তু প্রকৃত সত্য কারও কাছে পৌঁছোবে না। এভাবেই মিথ্যার কাছে সত্য হেরে যাচ্ছে। ষড়যন্ত্র করে সত্যকে চাপা দেওয়া হচ্ছে।


আজ এদের বিরুদ্ধে কী কিছুই করার নেই আমাদের? 

বিশ্বের সকল হিন্দু এক হও।রুখে দাড়াও এইসব মিথ্যাবাজের বিরুদ্ধে।। 

জয় শ্রী রাম।। 

Share This Article :

TAMBAHKAN KOMENTAR

7599550894000336510