BLANTERVIO103

গায়ত্রী উপাসনা

গায়ত্রী উপাসনা
Sunday, April 19, 2020
"গায়ত্রীং তু পরিত্যজ্য অন্যমন্ত্রমুপাসতে ।
সিদ্ধান্নং চ পরিত্যজ্য ভিক্ষামটতি দুর্মতিঃ ॥"
=[] শ্রীগায়ত্রীকবচম্ ১/৫৭ []=
.
পদার্থঃ---
গায়ত্রীং—গায়ত্রী মহামন্ত্র
তু— যে
পরিত্যজ্য— পরিত্যাগ করে অন্যমন্ত্রম্—অনান্য মন্ত্রের
উপাসতে— উপাসনা করে
সিদ্ধান্নং-- তৈরী খাদ্য
চ—যে
পরিত্যজ্য— পরিত্যাগ করে
ভিক্ষামটতি— ভিক্ষা করে ঘুরে বেড়ায়
দুর্মতিঃ— যার মতি বা বুদ্ধি  ঠিক নেই ।
.
সরলার্থঃ-----
যে গায়ত্রী মহামন্ত্র ছাড়া অন্য মন্ত্রের উপাসনা করে, সে তৈরী খাদ্য ফেলে ভিক্ষার খাদ্য খুঁজে বেড়ানো ব্যক্তির মতই মূর্খ।
.
তাৎপর্যঃ------
যেমন ফুলের সার মধু, দুধের সার ঘি, তেমনি বেদের সার হলো গায়ত্রী মহামন্ত্র। সাধনার দ্বারা সিদ্ধিলাভে গায়ত্রী মহামন্ত্র কামধেনুর সমান।যিনি গায়ত্রী মহামন্ত্র ছেড়ে অন্যকিছুর উপাসনা করেন তিনি ভিক্ষুকের মতই মূর্খ।
প্রচারেঃবাংলাদেশ অগ্নিবীর
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

7599550894000336510