BLANTERVIO103
Thursday, April 30, 2020
আমরা সনাতনীরা সবাই এক দেব এবং এক ধর্মে বিশ্বাসী। আমাদের মাঝে কখনই বড় ছোট এবং ভাগাভাগি ছিল না। সব এক ব্রম্ম এবং এক চিদানন্দ স্বরূপ শিবে লীন বলে আমরা সব সময় জেনে এসেছি। আমরা কখনই কৃষ্ণ-কালীতে বিভেদ করি না। শিব -বিষ্ণুতে ভেদ করি না। কিন্তু আজকাল এইসব কি শুরু হয়েছে??
কেন আমাদের মাঝে এতো দেব দেবী নিয়ে মারামারি??
কেন আমাদের মাঝে এই বিভেদ?
কে আমাদের এমন করা শেখালো?
কে আমাদের মিশন , মন্দিরে আলাদা করলো??
নীচে যে ছবিটা দেখতে পাচ্ছেন তা হল সিলেট ইস্কনের নতুন শিব মন্দির। একটু খেয়াল করে দেখুন পরমেশ্বর শিবের কি অপমান করা হচ্ছে।
কিভাবে শিব -কৃষ্ণে ভেদ আনা হচ্ছে। শিব কিভাবে এইসব ইস্কনী অসুরদের কাছে একজন সাধারণ মানব গুরু মাত্র। কৃষ্ণের পায়ের কাছে শিব লিঙ্গ !!!
এটাও কি আপনারা মেনে নিবেন??
এই তথাকথিত মন্দিরেও কি আপনারা যাবেন???
আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম !
হর হর মহাদেব !
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

7599550894000336510