BLANTERVIO103

ইস্কন যখন ব্রহ্ম_সংহিতা নিয়ে লাফায় তখন ভূমিকা টি দিয়ে বিশেষ স্থানে ঘষে দিবেন। "ব্রহ্মসংহিতা" গ্রন্থ বঙ্গদেশে ছিলো না, শ্রী শ্রী কৃষ্ণচৈতণ্যদেব যৎকালে নীলাচল হইতে গমন করিয়া দক্ষিণাত্য তীর্থসকল ভ্রমণ করেন, ঐ সময়ে মল্লারদেশে পরস্বিনী নামে এক নদী আছে, আহার নিকট "আদিকেশব" নামক এক বিষ্ণুমূর্তি বর্ত্তমান আছে, তথায় এক ব্যাক্তির নিকট ব্রহ্মসংহিতার পাঠ শ্রবণ করত মহাপ্রভু আনন্দে অধীর তাহার নকল (প্রতিলিপি) করিয়া লইয়া আসেন। এই গ্রন্থ সম্বন্ধে চৈতণ্য চরিতামৃত মূলপ্রণেতা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী যাহা বর্ণনা করিয়াছেন, তাহাই ইহার যথেষ্ট পরিচয়।

ইস্কন যখন ব্রহ্ম_সংহিতা নিয়ে লাফায় তখন ভূমিকা টি দিয়ে বিশেষ স্থানে ঘষে দিবেন।  "ব্রহ্মসংহিতা" গ্রন্থ বঙ্গদেশে ছিলো না, শ্রী শ্রী কৃষ্ণচৈতণ্যদেব যৎকালে নীলাচল হইতে গমন করিয়া দক্ষিণাত্য তীর্থসকল ভ্রমণ করেন, ঐ সময়ে মল্লারদেশে পরস্বিনী নামে এক নদী আছে, আহার নিকট "আদিকেশব" নামক এক বিষ্ণুমূর্তি বর্ত্তমান আছে, তথায় এক ব্যাক্তির নিকট ব্রহ্মসংহিতার পাঠ শ্রবণ করত মহাপ্রভু আনন্দে অধীর তাহার নকল (প্রতিলিপি) করিয়া লইয়া আসেন। এই গ্রন্থ সম্বন্ধে চৈতণ্য চরিতামৃত মূলপ্রণেতা শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী যাহা বর্ণনা করিয়াছেন, তাহাই ইহার যথেষ্ট পরিচয়।
Tuesday, March 3, 2020

Share This Article :

TAMBAHKAN KOMENTAR

7599550894000336510